ইউরোপ মহাদেশ সম্পর্কে যা যা জানা প্রয়োজন

ইউরোপ মহাদেশ

ম্যাগনা কার্টাহলবৃটিশ শাসনতন্ত্রের বাইবেল।

ইউরোপেরলৌহ মানবীনামে পরিচিতমার্গারেট থ্যাচার।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৃটেনের প্রধানমন্ত্রী ছিলেনউইন্সটন চার্চিল।

চ্যান্সেলর অব এক্সচেকারবৃটেনের অর্থমন্ত্রীর উপাধি।

বৃটেনের পতাকার নাম‘ইউনিয়ন জ্যাক’।

বিশ্বের পার্লামেন্টারি বা সংসদীয় শাসনব্যবস্থা প্রথম প্রচলিত হয়ব্রিটেনে।

গ্রেট ব্রিটেনের কনিষ্ঠতম রাজা ছিলেনষষ্ঠ হেনরী।

বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়১৯৬১ সালে।

দুই জার্মানী একত্রীত হয়৩ অক্টোবর, ১৯৯০ সালে।

জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলরএঞ্জেলা মার্কেল।

রুশ বিপ্লববা বলশেভিক বিপ্লব সংঘটিত হয়১৯১৭ সালে।

সাড়া জাগানো রুশ বিপ্লবের স্থায়িত্বকাল ছিল১০ দিন।

১৯১৭ সালে সংগঠিত রুশ বিপ্লবের নেতৃত্ব দেনলেলিন।

গ্লাসনস্ত পেরেস্ত্রইকানীতির প্রবক্তামিখাইল গর্বাচেভ।

সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি ঘোষণা করা হয়২১ ডিসেম্বর, ১৯৯১।

ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয়১৭৮৯ সালে (১৪ জুলাই)।

নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট নিযুক্ত হন১৮০২ সালে।

ওয়াটার লুযুদ্ধ হয়১৮১৫ সালে।

ওয়াটার লুনামক স্থানটি অবস্থিত বেলজিয়ামে।

ফরাসি বিপ্লবের শিশু বলা হয়নেপোলিয়নকে।

নেপোলিয়নকে নির্বাসন দেয়া হয়েছিলসেন্ট হেলেনা দ্বীপে (১৮১৫ সালে)।

ফরাসি বিপ্লবকে লেখনীর মাধ্যমে অনুপ্রেরণা দান করেছিলরুশো ও ভলটেয়ার।

ফরাসি বিপ্লবের শ্লোগান ছিলস্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব।

City of Cultureবলা হয়প্যারিসকে।

Classical Music’- এর মাতৃভূমি বলা হয়ভিয়েনাকে।

সিগমন্ড ফ্রয়েডবলা হয়অস্ট্রিয়ার অধিবাসীদেরকে।

Bread Basket of the Soviet Unionবা সোভিয়েত ইউনিয়নের রুটির ঝুড়ি বলা হতোইউক্রেনকে।

পৃথিবীর মানচিত্রে দেখতেবুটের জুতারমত দেখায়ইতালীকে।

ভ্যাটিকান অবস্থিতইতালির সীমারেখার মধ্যে।

দি হলি সী”- ভ্যাটিকান সিটি।

ভ্যাটিকান সিটি শাসন করেনপোপ নিযুক্ত একটি কমিশন।

আয়তনে জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্রভ্যাটিকান।

পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্রসুইডেন।

বর্তমানে বিশ্বের শীর্ষ গণতান্ত্রিক দেশসুইডেন।

আধুনিক তুরস্কের জনককামাল পাশা।

ইউরোপের রণক্ষেত্র বলা হয়বেলজিয়ামকে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!