আফ্রিকা মহাদেশ পরিচিতি

আফ্রিকা মহাদেশ

আফ্রিকা মহাদেশের সবচেয়ে সম্পদশালী দেশদক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবন অবস্থিতকেপটাউনে।

নেলসন ম্যান্ডেলানামটি জড়িতদক্ষিণ আফ্রিকার সাথে।

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নীতির প্রবক্তাজেমস হার্জগ।

, এন, সি (ANC) গঠনে ভারতীয় হিসেবে বিশেষ ভূমিকা ছিলমহাত্মা গান্ধী।

বিশ্ব জনমতের চাপে দক্ষিণ আফ্রিকার বর্ণাবাদী সরকার কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলাকে মুক্তি দেন১৯৯০ সালে।

নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন১৯৯৪ সালে।

পৃথিবীর বিখ্যাত স্বর্ণখনিজোহান্সবার্গঅবস্থিতদক্ষিণ আফ্রিকায়।

পৃথিবীর বিখ্যাত হীরক খনি কিম্বার্লী অবস্থিতদক্ষিণ আফ্রিকায়।

আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস পালন করা হয়২১ মার্চ।

দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ছিলেনডি ক্লার্ক।

আফ্রিকার অবিসংবাদিত নেতাসান নুজোমো।

দক্ষিণ আফ্রিকায় বর্ণ বিদ্বেষনীতি প্রবর্তিত হয়১৯৭১ সালে।

ম্যান্ডেলা রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন১৯৯৯ সালে।

কৃষ্ণ আফ্রিকার প্রাচীনতম দেশইথিওপিয়া।

Horns of Africaনামে পরিচিতইথিওপিয়া।

ইদি আমিনউগান্ডার স্বৈরশাসক ছিলেন

Pearl of Africaবলা হয়উগান্ডাকে।

ইউনিটা বিদ্রোহী দলটিঅ্যাঙ্গোলার।

মাওমাওবিদ্রোহীদের সঙ্গে জড়িত দেশের নামকেনিয়া।

স্বাধীনতা অর্জনকারী প্রথম কৃষ্ণাঙ্গ দেশঘানা।

পূর্বেগোল্ড কোস্টনামে পরিচিত ছিলঘানা।

জাম্বিয়ার পূর্বতম নামরোডেশিয়া।

জিম্বাবুয়ের সাবেক নামদক্ষিণ রোডেশিয়া।

City of Flowering Treesবলা হয়হারারেকে (জিম্বাবুয়ে)।

কৃষ্ণ আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশনাইজেরিয়া।

বুরুণ্ডির প্রধান দুটি উপজাতির নামহুতু ও তুতুসি।

সুয়েজ খাল অবস্থিতমিশরে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত যুদ্ধক্ষেত্র আলআমিন অবস্থিতমিশরে।

মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে১৯৫৬ সালে।

সুয়েজ খাল জাতীয়করণ করেনমিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের।

হাজার পাহাড়ের দেশ বলা হয়রুয়ান্ডাকে।

আফ্রিকা তথা লাইবেরিয়ার লৌহ মানবী নামে পরিচিতঅ্যালেন জনসন সারলিফ।

বাংলা ভাষাকে অন্যতম ভাষা বা দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেসিয়েরালিওন।

সিয়েরালিওনের একটি রাস্তার নামকরণ করা হয়বাংলাদেশ।

আফ্রিকার বৃহত্তম দেশআলজেরিয়া।

সোমালিয়া নেতা ফারাহ আইদিদ স্বদেশ প্রত্যাবর্তন করেন১৯৯৪ সালে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!