চাকুরির প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়- বিশ্ব পরিচিতি

বিশ্ব পরিচিতি

পৃথিবীর স্থলভাগের আয়তন – মোট আয়তনের ২৯.১ ভাগ।

পৃথিবীর জলভাগের আয়তন – মোট আয়তনের ৭০.৯ ভাগ।

পৃথিবীতে মহাদেশ – ৭টি (এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া ও অ্যান্টার্কটিকা মহাদেশ)।

আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ – রাশিয়া

আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ – ভ্যাটিকান

জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ – চীন

জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম দেশ – ভ্যাটিকান

পৃথিবীতে মোট স্বাধীন রাষ্ট্র সংখ্যা – ১৯৫টি (সর্বশেষ-দক্ষিন সুদান ৯ জুলাই ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা লাভ করে)।

বিশ্বে মোট গণতান্ত্রিক দেশ – ১২৩টি।

পৃথিবীর সরু রাষ্ট্র – চিলি

পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র – ইতালি, দক্ষিণ আফ্রিকা

বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ – চীন ও রাশিয়া।  উভয়েরই ১৪-টি দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে

(CIAএর The World Fact book এর তথ্য অনুযায়ী)।

পৃথিবীর বৃহত্তম মহাসাগর – প্রশান্ত মহাসাগর

পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর – আর্কটিক বা উত্তর মহাসাগর

পৃথিবীর দীর্ঘতম নদী – নীল নদ।

বৃহত্তম হ্রদ – কাস্পিয়ান।

গভীরতম হৃদ – বৈকাল হৃদ।

উচ্চতম রাজধানী – লাপাজ।

পৃথিবীর একমাত্র উপগ্রহ – চাঁদ।

 

কোন দেশটি কোন অঞ্চলে অবস্থিত

দক্ষিণ এশিয়া

বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান,   আফগানিস্তান এবং মায়ানমার।

দক্ষিণপূর্ব এশিয়া

মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইনস, ইন্দোনেশিয়া, লাওস, ব্র“নেই, কম্বোডিয়া, সিঙ্গাপুর,  পূর্ব তিমুর।

মধ্য এশিয়া

কাজাখস্তান, কিরঘিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান,    উজবেকিস্তান।

উত্তর এশিয়া

রাশিয়ার সাইবেরিয়া।

পারস্য উপসাগরীয় দেশসমূহ

ওমান, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত।

সংযুক্ত আরব আমিরাত

আবুধাবী, দুবাই, শারজাহ, আজমান, উম-আল-কোয়াইন, রাস-আল-খাইমাহ, ফুজায়রাই

বলকান দেশসমূহ

আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভেনিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, মন্টেনিগ্রো, মেসিডোনিয়া, সার্বিয়া, রোমানিয়া,স্লোভেনিয়া,

মোল্ডাভা,  গ্রীস, কসোভো।

সাবেক যুগোশ্লাভিয়ার অর্ন্তগত দেশসমূহ

মন্টেনিগ্রো, মেসিডোনিয়া, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভেনিয়া, কসোভো, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া।

ককেশাস অঞ্চল

জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, রাশিয়ার কিছু অঞ্চল (আবখাজিয়া, নাগার্নো-কারাবাখ, চেচনিয়া, অসেটিয়া)।

সাবেক সোভিয়েত ইউনিয়ন

রাশিয়া, বেলারুশ, ইউক্রেন, মোল্ডাভা, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, কাজাখস্তান, কিরঘিজস্তান, তুর্কমেনিস্তান,

তাজিকিস্তান, উজবেকিস্তান,    এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া।

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো।

দক্ষিণ আমেরিকা

বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলোম্বিয়া, আর্জেন্টিনা, সুরিনাম, প্যারাগুয়ে, উরুগুয়ে, ইকুয়েডর, পেরু, ভেনিজুয়েলা, গায়ানা।

মধ্য আমেরিকা

বেলিজ, কোস্টারিকা, এল সালভেডর, গুয়েতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া, পানামা।

ল্যাটিন আমেরিকা

ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, পেরু, বলিভিয়া, সুরিনাম, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর, চিলি, গায়ানা, ভেনিজুয়েলা।

মধ্য আমেরিকা

নিকারাগুয়া, কোস্টারিকা, পানামা, এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস, বেলিজ।

 

 

বিশ্বের বিশেষ অঞ্চল পরিচিতি

সেভেন সিস্টারস

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টারস বলে। রাজ্যগুলো হল- আসাম, ত্রিপুরা, মেঘালয়,

মনিপুর, মিজোরাম, অরুনাচল, নাগাল্যান্ড।

গোল্ডেন ট্রায়াঙ্গল

মায়ানমার, লাওস ও থাইল্যান্ড সীমান্তে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চল।

গোল্ডেন ক্রিসেন্ট

আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চল।

গোল্ডেন ভিলেজ

কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য একত্রে গোল্ডেন ভিলেজ বলা হয়।

স্ক্যান্ডিনেভিয়ান দেশ

ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে।

Super Seven

মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, হংকং, দক্ষিণ কোরিয়া।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!