বাংলা ভাষার ইতিহাস বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা
আমাদের ভাষার সংক্ষিপ্ত আলোচনা
পৃথবিীতে র্বতমানে প্রচলতি সাড়ে তনি হাজাররে অধকি ভাষার একটি বাংলা। ভাষাভাষী জনসংখ্যার দকি থকেে বাংলার স্থান পৃথবিীতে চর্তুথ। পৃথবিীব্যাপী প্রায় পঁচশি কোটি লোকরে মুখরে ভাষা বাংলা। বাংলা বাংলাদশেরে রাষ্ট্রভাষা। বাংলাদশে ছাড়াও পশ্চমিবঙ্গরে জনসাধারণ এবং ত্রপিুরা, বহিার, উড়ষ্যিা ও আসামরে কয়কেটি অঞ্চলরে মানুষ বাংলা ভাষায় কথা বলে।
-বাংলা ভাষার ইতিকথা-
১. ভাষার মূল উপাদান- ধ্বনি
২. ভাষার মূল উপকরণ- বাক্য
৩. মথৈলিী ও বাংলা ভাষার সংমশ্রিণে সৃষ্ট ভাষার নাম- ব্রজবুলি ভাষা।
৪. বুদ্ধদবেরে নর্দিশেে যে ভাষা জন্ম লাভ কর-ে পালি ভাষা।
৫. বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অর্ন্তগত।
৬. ড. মুহাম্মদ শহীদুল্লাহ এর মতে বাংলা ভাষার জন্ম হয় ৬৫০ খ্রষ্টিাব্দে র্অথাৎ সপ্তম শতাব্দীতে গৌড়ীয় অপভ্রংশ থেকে।
৭. ড. সুনীতকিুমার চট্টোপাধ্যায় এর মতে বাংলা ভাষার জন্ম হয় মাগধী অপভ্রংশ থেকে ৯৫০ খ্রষ্টিাব্দে র্অথাৎ দশম শতকে ।
৮. বাংলা ভাষার ভগ্নি সর্ম্পকীয় ভাষা সমূহ হল অসময়িা ও উড়য়িা।
বাংলা বর্ণ(লিপি) উদ্ভব
ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ দু’টি যথাঃ ক. ব্রাহ্মী লিপি ও খ. খরোষ্ঠী লিপি।
খরোষ্ঠী লপিতিে লপিমিালা ডান দকিে থকেে বাম দকিে লখো হয়।
বাংলা র্বণমালা গঠন কাজ শুরু হয় সনে যুগে এবং তা স্থায়ী রূপ লাভ করে পাঠান যুুগে।
১৮০০ সালে শ্রীরামপুর মশিনে মুদ্রণ যন্ত্র স্থাপতি হয়।
বামদকি থকেে ডানদিকে- ব্রাহ্মী লিপি লেখা হয়।
ডানদকি থকেে বামদিকে-খরোষ্ঠী লিপি লেখা হয়।
বাংলা লপিকিে ছাপাখানায় মুদ্রণযোগ্য করে তরৈি করনে- পঞ্চানন র্কমকার(ইংরজে আমল)ে।
পঞ্চানন র্কমকার ইংরজে র্কমচারী র্চালস উইলকন্সিরে কাছ থকেে বাংলা লপিি তরৈরি কৌশল শখিছেলিনে।
এই উপমহাদশেরে র্আয ভাষার প্রাচীনতম র্বণমালার সন্ধান পাওয়া যায় খৃষ্টর্পূব তৃতীয় শতকে অশোকরে শাসনামল।ে
বাংলা লিপির স্পষ্ট প্রভাব রয়েছে মনিপুরি, উড়িয়া, মৈথিলি এবং অসমিয়া ভাষার লিপিতে ।
১৪৯৮ সালে গোয়ায় উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপতি হয় । এটি ছলি র্পতুগজি ভাষার মুদ্রণযন্ত্র।
১৭৭৮ সালে প্রথম বাংলা মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করনে উইলকন্সি হুগলিতে।
বাংলাদশেে প্রথম মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠিত হয় ১৮৪৭ সালে রংপুরে ‘র্বাতাবহ যন্ত্র’ নামে।
প্রায় ১৯০ বছর ইংরেজদের শাসনের পরে ‘ ৪৭ এর দেশ বিভাগ(ভারত পাকিস্থান), ১৯৫২ সালে মাতৃভাষা বাংলা অধিকার রক্ষায় ছাত্রজনতার প্রাণ উৎসর্গ ও ত্যাগ, গণঅভ্যুন্থান ১৯৬৯ সালে ও ১৯৭১ সালের রক্তক্ষয়ী বহু সংগ্রামের পর ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা প্রদান করেছে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। বিশ্বের ১৯৩টি দেশে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে ২০০০ সাল থেকে।