সেলফ টেস্ট(বাংলাদেশ বিষয়ক)

১.সুলতানী আমলে বাংলার রাজধানী কি?
ক. সোনারাগাও            খ. জাহাঙ্গীরনগর

গ. ঢাকা                       ঘ. কনৌজ
২. ইউনেস্কো বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় কোন মসজিদকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে?
ক. কুসুম্ব মসজিদ         খ. বড় সোনা মসজিদ
গ. ষাট গম্বুজ মসজিদ   ঘ. সাত গম্বুজ মসিজদ
৩. পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের (Constituent Assembly) ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন
ক. আবুল হাশেম           খ. শেক মুজিবুর রহমান
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ  ঘ. ধীরেন্দ্রনাথ দত্ত
৪.আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
ক. ১০ এপ্রিল ১৯৭১        খ. ১৭ এপ্রিল ১৯৭১
গ. ৭মার্চ ১৯৭১               ঘ. ২৫ মার্চ ১৯৭১
৫. সংবিধানের কোন অনুচ্ছেদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা উল্লেখ করা হয়েছে?
ক. ১৫০(১)                     খ. ১৫০(২)

গ. ১৫২                          ঘ. ১৫৩
৬. মানব উন্নয়ন রিপোর্ট ২০১৮ অনুসারে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১৩৩                        খ. ১৩৬

গ. ১৩৯                         ঘ. ১৪৩
৭. কোন জেলায় চা বাগান বেশি?
ক. সিলেট                     খ. হবিগঞ্জ

গ. মৌলভীবাজার          ঘ. বান্দরবান
৮. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক. রাজশাহী                 খ. ঢাকা

গ. ময়মনসিংহ             ঘ. চাদপুর
৯. বাংলাদেশের বনাঞ্চলের পরিমান মোট ভুমির কত শতাংশ?
ক. ১৯ শতাংশ             খ. ১২ শতাংশ

গ. ১৬ শতাংশ            ঘ. ১৭.০৮ শতাংশ
১০. লোকসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশে^র কততম স্থানে?
ক. ৫ম                       খ. ৭ম

গ. ৮ম                       ঘ. ১০ম
১১. বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আরবি ভাষার অনুবাদক কে?
ক. মোঃ দিবাজাহ (ফিলিস্তানি)
খ. আহমেদ আবুল ঘেইত ( মিশর)
গ. ফকরুল আলম ( বাংলাদেশ)
ঘ. লিডা বোরহান আজাদ ( ইরাখ)
১২. ঢাকা বিশ^বিদ্যালয় কবে প্রতিষ্টিত হয়?
ক. ১৯২১                খ. ১৯২৫
গ. ১৯২৯                ঘ. ১৯৩৩
১৩.ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে?
ক. অর্থমন্ত্রী             খ. প্রধানমন্ত্রী

গ. পরিকল্পনামন্ত্রী    ঘ. স্পীকার
১৪. বর্তমানে দারিদ্র্যে হারে শীর্ষ জেলা কোনটি?
ক. বরিশাল              খ. চাদপুর

গ. শরীয়তপুর          ঘ. কুড়িগ্রাম
১৫. কর সাধারণত কয় প্রকার?
ক. ২                       খ. ৩

গ. ৪                        ঘ. ৫
১৬. কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
ক. প্রথম ১০টি         খ. প্রথম ৪টি

গ. প্রথম ৬টি          ঘ. প্রথম ৫টি
১৭. বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয়
ক. ১৯৮২               খ. ১৯৮৩

গ. ১৯৮৪                ঘ. ১৯৮৫
১৮. শুভলং ঝরনা কোন জেলায় অবস্থিত?
ক. রাঙামাটি            খ. বান্দরবান

গ. মৌলভীবাজার     ঘ. সিলেট
১৯. সংবিধানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশেরসংবিধান উল্লেখ করা হয়েছে কোন অনুচ্ছেদে?
ক. ৫৩                    খ. ৯৩

গ. ১২৩                   ঘ. ১৫৩(১)
২০. সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব কার ওপর ন্যস্ত?
ক. প্রেসিডেন্ট

খ. প্রধান উপদেষ্টা

গ. প্রধান নির্বাচন কমিশনার

ঘ. পুলিশের ইন্সপেক্টর জেনারেল
২১. সংসদকে কার্যকার রাখার দায়িত্ব
ক. ক্ষমতাসীন দলের  খ. বিরোধী দলের

গ. উভয়ের                ঘ. রাষ্ট্রপতির
২২. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মুল লক্ষ্য কী?
ক. সরকারি স্বার্থ উদ্ধার

খ. সম্প্রদায়ের স্বার্থ উদ্ধার
গ. গোষ্ঠী স্বার্থ উদ্ধার

ঘ. রাষ্ট্রীয় স্বার্থ উদ্ধার
২৩. সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার কত দিন পর আবার ডাকা বাধ্যতামুলক?
ক. ৯০               খ. ৮০

গ. ৭০                 ঘ. ৬০
২৪. সার্কের প্রথম মহাসচিব কে?
ক. জনাব আবুল আহসান

খ. জনাব কিউ এ এম রহিম
গ. জনাব ইব্রাহিম হোসেন জাকি

ঘ. জনাব সৈয়দ নাঈম উল হাসান
২৫. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
ক. সচিব                 খ. মন্ত্রী

গ. মুখ্যসচিব           ঘ. প্রতিমন্ত্রী

উত্তরঃ
১ ক     ২ গ      ৩ ঘ        ৪ ক          ৫ খ
৬ খ    ৭ গ       ৮ গ        ৯ ঘ         ১০ গ
১১ ক   ১২ ক    ১৩ খ      ১৪ ঘ        ১৫ ক
১৬ খ   ১৭ খ     ১৮ ক     ১৯ ঘ       ২০ গ
২১ গ    ২২ ঘ    ২৩ ঘ     ২৪ ক      ২৫ ক

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!