শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য

১) মধ্যযুগরে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?
ক) শ্রীকৃষ্ণ কীর্তন      খ) চর্যাপদ
গ) বৈষ্ণব পদাবলি      ঘ) নাথ সাহিত্য

২) সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য গ্রন্থ কোনটি?
ক) চর্যাপদ                 খ) শ্রীকৃষ্ণকৃর্তন
গ) ইউসুফ-জোলেখা   ঘ) পদ্মাবতী

৩) ‘শ্রীকৃষ্ণ কীর্তন’ কাব্যের রচয়িতা-
ক) চন্ডীদাস               খ) বড়– চন্ডীদাস
গ) দ্বিজ চন্ডীদাস       ঘ) দীন চন্ডীদাস

৪) ‘শ্রীকৃষ্ণ কীর্তন’ কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হয় কত সালে?
ক) ১৯০৭                 খ) ১৯০৯
গ) ১৯১০                  ঘ) ১৯১৬

৫) ‘শ্রীকৃষ্ণ কীর্তন’ কাব্যের আবিষ্কারক কে?
ক) হরপ্রসাদ শাস্ত্রী                 খ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
গ) দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়    ঘ) দীনেশচন্দ্র সেন

৬) ‘শ্রীকৃষ্ণ কীর্তন’ কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায়?
ক) রাজপ্রাসাদে                   খ) গোয়ালঘরে
গ) কুঁড়েঘরে                        ঘ) গ্রন্থাগারে

৭) ‘শ্রীকৃষ্ণ কীর্তন’ কাব্যের খন্ড সংখ্যা-
ক) ১৪                                খ) ১৫
গ) ১৩                                ঘ) ১২

৮) মধ্যযুগের প্রথম কবি হচ্ছে-
ক) হাহ্নপা                       খ) বিদ্যাপতি
গ) বড়–চন্ডীদাস              ঘ) মালাধর বসু

৯) বাংলা গীতিকবিতার প্রাচীনতম নিদর্শন কোনটি?
ক) চর্যাপদ                      খ) শূন্যপুরান
গ) শ্রীকৃষ্ণ কীর্তন             ঘ) জঙ্গনামা

১০) ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে, শ্রীকৃষ্ণকৃর্তন কাব্যের রচনাকাল কত?
ক) ১৩০০ খ্রি.                  খ) ১৩৫০ খ্রি.
গ) ১৪০০ খ্রি.                   ঘ) ১৪৫০ খ্রি.

১১) ‘শ্রীকৃষ্ণ কীর্তন’ কাব্যের ১৩ টি খন্ডের মধ্যে একমাত্র কোন খন্ডের শেষে ‘খন্ড’ শব্দ যোগ করা হয়নি?
ক) প্রথম                       খ) সপ্তম
গ) একাদশ                   ঘ) ত্রয়োদশ

১২) ‘আকুল শরীর মোর বেআকুল মন!
বাশীর শবদেঁ মোর আউলাইলোঁ রান্ধন’- কোন কবির রচনা?
ক) বিদ্যাপতি               খ) চড়–চন্ডীদাস
গ) জ্ঞানদাস                ঘ) পদাবলীর চন্ডীদাস

১৩) ‘শ্রীকৃষ্ণ কীর্তন’ কাব্যের একখানি পুঁথিতে এর প্রকৃত নামের যে পরোক্ষ হদিস পাওয়া যায় সেটি কী?
ক) শ্রীকৃষ্ণ লীলা           খ) শ্রীকৃষ্ণ সন্দর্ভ
গ) শ্রীকৃষ্ণ ভগবত        ঘ) শ্রীগোকুল

১৪) কত বঙ্গঁব্দে ‘শ্রীকৃষ্ণ কীর্তন’ কাব্য প্রকাশিত হয়?
ক) ১৩০৭ বঙ্গাঁব্দে         খ) ১৩০৯ বঙ্গাঁব্দে
গ) ১৩১৬ বঙ্গাঁব্দে          ঘ) ১৩২৩ বঙ্গাঁব্দে

১. ক      ২. খ      ৩. খ       ৪. খ       ৫. খ
৬. খ     ৭. গ       ৮. গ       ৯. গ     ১০. গ
১১. গ    ১২. খ     ১৩. খ     ১৪. ঘ

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!