প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি- ০২

প্রথমে নিজে প্রতিটি প্রশ্নের উত্তর একটি কাগজে লিখুন । সকল প্রশ্নের উত্তর লিখা শেষ হলে নিম্নে দেওয়া উত্তরের সাথে মিলিয়ে নিন। যে ভাবে খাতায় লিখবেন ১ নং প্রশ্নের উত্তর ক হলে লিখুন ১। ক এই ভাবে প্রতিটি প্রশ্নের উত্তর লিখুন এবং শেষে মিলিয়ে নিন নিম্নে দেওয়া উত্তরের সাথে।

 

১. একটি পুকুর খনন করতে ৩০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ১ দিনে খনন করতে কত জন লোকের দরকার হবে?
ক. ৭০০০ জন            খ. ৭২৫০ জন
গ. ৭৫০০ জন            ঘ. ৮০০০ জন
২. ৬টি গরুর জন্য যা ব্যয় হয়, ৪টি মহিষের জন্য তা ব্যয় হয়। ১০টি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে?
ক. ১৫টি        খ. ১৮টি
গ. ২০টি         ঘ. ২৫টি
৩. দুটি রাশির অনুপাত ৮ : ১৫। পূর্ব রাশি ৪০ হলে উত্তর রাশি কত?
ক. ১৫০          খ. ৭৫
গ. ৪৫             ঘ. ১৫
৪. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ : ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
ক. ২ : ২         খ. ৭ :
গ. ৩১ : ১৬      ঘ. ৭ :
৫. ০.৪ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
ক. ৮০%         খ. ৬০%
গ. ২০%          ঘ. ৪০%
৬. আলমের বয়স কমলের বয়সের ৮০% হলে কমলের বয়স আলমের বয়সের —
ক. ১২৫%       খ. ১১৬%
গ. ৮০%         ঘ. ৪০%
৭. কোন বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
ক. ৬৫ টাকা     খ. ৭০ টাকা
গ. ৪৪ টাকা       ঘ.৫০ টাকা
৮. টাকায় ৫টা দরে লেবু কিনে ডজন ৩ টাকা বিক্রয় করলে লাভ শতকরা কত?
ক. ১০%            খ. ১৫%
গ. ২৫%            ঘ. ৩০%
৯. তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সঙ্গে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বয়স কত?
ক. ৩০ বছর       খ. ২৮ বছর
গ. ২৭ বছর        ঘ. ২৪ বছর
১০. ১৫ জন লোকের গড় বয়স ২৯ বছর। তাদের মধ্যে আবার দুজন-এর গড় বয়স ৫৫ বছর। তাহলে বাকী ১৩ জনের গড় বয়স কত হবে?
ক. ২৫ বছর       খ. ২৬ বছর
গ. ২৭ বছর        ঘ. ২৯ বছর
১১. a = 8, b = 6, x = 1/2 এবং y = 4 হলে ax + 2b – 2xy এর মান কত?
ক. 12                খ. 9
গ. 7                  ঘ. 6
১২. x  – 1/x = 2 হলে x– 1/x3 = কত?
ক. 12              খ. 14
গ. 2                 ঘ. 1
১৩. a + b = 7 এবং ab = 10 হলে a2 + b2 + 3ab = কত?
ক. 29          খ. 49
গ. 59           ঘ. 69
১৪.x  + 1/x = 4 হলে x3 + 1/x3 = কত?
ক. 47           খ. 52
গ. 70           ঘ. 76
১৫. কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলি পরস্পর সমান হলে ত্রিভুজটি –
ক. বিষমবাহু      খ. সমবাহু
গ. সমকোণী      ঘ. সমদ্বিবাহু
১৬. কোন ক্ষেত্রটি সামান্তরিক নয়?
ক. ট্রাপিজিয়াম      খ. আয়তক্ষেত্র
গ. বর্গক্ষেত্র           ঘ. রম্বস
১৭. ২/৩  ÷  ৪/৫ এর ২০/২১ = কত?
ক. ১/৩            খ. ৮/২১
গ. ৭/৮            ঘ. ৫/৬০

Answer Key

১. গ ২. ক ৩. খ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. খ ৮. গ ৯. ক ১০. ক
১১. ক ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. ঘ ১৬. ক ১৭. গ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!