আমাদের দেশে অধিকাংশ প্রতিযোগিতা মূলক পরিক্ষা হয় এমসিকিউ। সেই দিক বিবেচনা করে আমরা আপনাদের জন্য বিভিন্ন বিষয়ের উপর এমসিকিউ পরক্ষিার ব্যবস্থা গ্রহণ করেছি। এদের মধ্যে জীববিজ্ঞান এর গুরুত্ব অনেক বেশি। মেডিকেল ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরক্ষিা ছাড়াও একাডেমিক পরিক্ষায় ভালো করতে এমসিকিউ এর বিকল্প নেই।
আমরা অনেকেই নিয়মিত পড়াশুনা করলেও নিয়মিত পরিক্ষা দিতে পারি না বলে অনেক প্রতিযোগিতায় ভালো করা সম্ভব হয় না। কারণ প্রতিযোগিতা মূলক পরিক্ষায় অনেক কম সময়ে অনেক বেশি প্রশ্নের উত্তর করতে হয়। এই জন্য বেশি বেশি পরিক্ষা দেওয়া প্রয়োজন।
আমাদের এই পরিক্ষা গুলো একটি প্রশ্ন ব্যাংক ভিত্তিক তাই এই একটি কুইজ বারবার দিবেন । আপনার সামনে নতুন নতুন প্রশ্ন আসবে। মনে হবে আপনি প্রত্যেক বারই নতুন পরিক্ষা দিতেছেন।
পরীক্ষা শুরু করতে Start Quiz লিখায় ক্লিক করুন।
QUIZ START
#1. বিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার ঘটে - i. Tetracoccus, ii. Streptococcus, iii. E. coli, নিচের কোনটি সঠিক?
#2. শিশুদের হেপাটাইটিস থেকে রক্ষার জন্য কোনটি দিতে হবে?
#3. ফ্লাভিভাইরাস সৃষ্ট রোগ কোনটি?
#4. পেঁপের রিং স্পট রোগের জন্য দায়ী নিচের কোন ভাইরাসটি?
#5. পেঁপের রিং স্পট রোগ একটি ভাইরাসজনিত রোগ। এ রোগে আক্রান্ত হলে গাছের - i. কচি পাতায় বিভিন্ন বর্ণের ছোপ দেখা যায়, ii. পাতা ভীষণভাবে কুকড়িয়ে যায়, iii. কান্ড পঁচে যায়, নিচের কোনটি সঠিক?
#6. সাধারণত ব্যাকটেরিয়া সর্বোচ্চ কত তাপমাত্রা পর্যন্ত বাঁচতে পারে?
#7. E-coli কে ধ্বংস করে নিচের কোন ভাইরাস?
#8. সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাস কণাকে কী বলা হয়?
#9. মশকীর ক্রপের বাইরে সংঘটিত অযৌন জননের নাম কী?
#10. অনুকূল পরিবেশে ব্যাকটেরিয়া অঙ্গজ প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। অনুকূল পরিবেশ বলতে বুঝায় - i. খাদ্যের প্রাচুর্যতা ii. নিম্ন তাপমাত্রা iii. অধিক আর্দ্রতা নিচের কোনটি সঠিক?