বাংলা ভাষা ও সাহিত্য(মধ্যযুগ)
১) বাংলা ভাষার মধ্যযুগ-
ক) ৯০১ থেকে ১২০০ খ্রি. খ) ১২০১ থেকে ১৩৫০ খ্রি.
গ) ১২০১থেকে ১৮০০ খ্রি. ঘ) ১৮০০ খ্রি.-বর্তমান
২) ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
ক) গিয়াস উদ্দিন আজম শাহ্
খ) আলাউদ্দিন হুসেন শাহ্
গ) ফকরুদ্দিন মোবারক শাহ
ঘ) ইলিয়াস শাহ
৩) কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
ক) ১২০১-১৩৫০ খি. খ) ৬০০-৯৫০ খ্রি.
গ) ১৩৫১-১৫০০ খ্রি. গ) ৬০০-৭৫০ খ্রি.
৪) শূণ্যপুরান একটি-
ক) রোমান্টিক প্রনয়োপাখ্যান
খ) রাধাকৃষ্ণ লীলা বিষয়ক কাব্য
গ) ধর্মীয় তত্তে¡র গ্রন্থ
ঘ) চৈতন্য জীবনী মূলক গ্রন্থ
৫) মধ্যযুগের কবি নন কে?
ক) জয়নন্দী খ) বড়–চন্ডীদাস
গ) গোবিন্দ দাস ঘ) জ্ঞানদাস
৬) ‘সেক শুভাদয়া’ কার লেখা?
ক) জয়দেব খ) শ্রীচৈতন্যদেব
গ) রামাই পন্ডিত ঘ) হলায়ূধ মিশ্র
৭) বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগ কোন যুগের অন্তর্ভুক্ত?
ক) প্রাচীন যুগের খ) মধ্যযুগের
গ) আধুনিক যুগের ঘ) কোনোটিই নয়
৮) রামাই পন্ডিতের শূণ্যপুরান প্রন্থে কোন দুই ধর্মের মিশ্রণ ঘটেছে?
ক) মুসলমান ও হিন্দু খ) হিন্দু ও বৌদ্ধ
গ) মুসলমান ও বৌদ্ধ ঘ) হিন্দু ও খ্রিস্টান
৯) ‘চম্পুকাব্য’ কী?
ক) এক ধরনের গীতিকাব্য খ) নাথ সাহিত্যের অপর নাম
গ) গদ্য কাব্য ঘ) গদ্য পদ্য মিশ্রিত কাব্য
১০) হলায়ূধ মিশ্রির ‘সেক শুভোদয়া’ কোন ভাষায় রচিত?
ক) বাংলা খ) হিন্দি
গ) সংস্কৃত ঘ) পালি
১১) ঐতিহাসিক গ্রন্থ ‘আইন-ই-আকবরি’-এর রচয়িতা কে?
ক) ফেরদৌসী খ) গালিব
গ) আবুল ফজল ঘ) আলাওল
১২) শূণ্যপুরান রচনা করেছেন-
ক) রামাই পন্ডিত খ) শ্রীকর নন্দী
গ) বিজয় গুপ্ত ঘ) লোচন দাস
১৩) কোন দুজন আরাকান রাজসভার কবি?
ক) সৈয়দ সুলতান ও মুহম্মদ কবির
খ) মহাকবি আলওল ও দৌলত কাজী
গ) কাশীরাম দাস ও মহাকবি আলাওল
ঘ) মহাকবি আলাওল ও সৈয়দ সুলতান
১৪) বাংলায় কৃত্তিবাসকে রামায়ন অনুবাদের অনুরোধ জানান-
ক) নাসির উদ্দিন শাহ্ খ) গিয়াস উদ্দিন আজম শাহ্
গ) আলাউদ্দিন হুসেন শাহ গ) শাহ্ মুহম্মদ সগীর
১৫) ভারত বর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল-
ক) বাংলা খ) সংস্কৃত
গ) আরবি ঘ) ফারসি
০১. গ ০২. ক ০৩. ক ০৪. গ ০৫. ক
০৬. ঘ ০৭. খ ০৮. খ ০৯. ঘ ১০. গ
১১. গ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. ঘ