কিছু গুরুত্বপূর্ণ বাগধারার

প্রথমে নিজে চেষ্টা করুন এবং পরে নিচে দাওয়া উত্তরের সাথে মিলিয়ে নিন।

০১. ‘উনপাঁজুরে’ বাগধারাটির অর্থ কি?
ক. সবল পাঁজর যার          খ. দুর্বল
গ. নরম পাঁজর যার           ঘ. ভাগ্যবান
০২. ‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ কি?
ক. ঢাক জোরে বাজান       খ. প্রচার
গ. বিরক্তিকর আওয়াজ      ঘ. লুকোচুরি
০৩. ‘অমাবস্যার চাঁদ’ বাগধারাটির অর্থ কি?
ক. সহজলভ্য                    খ. দুর্লভ বস্তু
গ. লুকিয়ে থাকা                 ঘ. অমাবস্যার রাতে চাঁদ
০৪. ‘উপরোধে ঢেঁকি গেলা’ বাগধারাটির অর্থ
ক. অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
খ. অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
গ. চাপে পড়ে অন্যায় কাজ করে ফেলা
ঘ. অনুরোধে ঢেঁকি গেলা
০৫. ‘গোঁফ-খেজুরে’ বাগধরাটির অর্থ-
ক. আরামপ্রিয়           খ. নিতান্ত অলস

গ. উদাসীন              ঘ. পরমুখাপেক্ষী
০৬. ‘ঢাকের কাঠি’ বাগধারাটির অর্থ-
ক. সাহায্যকারী        খ. তোষামুদে

গ. বাদক                 ঘ. স্বাস্থ্যহীন লোক
০৭. কোন বাগধারাটির স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?
ক. সাতেও না পাঁচেও না    খ. দা-কুমড়া
গ. সাপে-নেউলে              ঘ. আদায় কাঁচকলায়
০৮. যদি হয় সুজন তেঁতুল পাতায় নয় ‘জন’-প্রবচনটির অর্থ কি?
ক. সুজনেরা তেঁতুল পছন্দ করে
খ. আসলে মুষল নেই, ঢেঁকিঘরে চাঁদোয়া
গ. মিলে মিশে কাজ কররে অসম্ভবকে সম্ভব করা যায়
ঘ. সাজনে ডাটায় নুন জোটে না, মশুর ডালে ঘি
০৯. দুধের মাছি প্রবাদটির অর্থ কি?
ক. বেহায়া              খ. স্বার্থপর ব্যক্তি
গ. সুসময়ের বন্ধু     ঘ. চালবাজ লোক
১০. ‘অকাল কুষ্মান্ড’ বাগধারাটির অর্থ কোনটি?
ক. অকর্মা         খ. কর্মবিমুখ

গ. বোকা           ঘ. মূর্খ
১১. ইঁদুর কপালে’-
ক. নিতান্ত মন্দ ভাগ্য   খ. দূর থেকে আসা
গ. অনধিকার চর্চা      ঘ. অধিকার প্রতিষ্ঠা করা
১২. অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে কি বলে?
ক. শাপে বর             খ. উড়ো খৈ, গোবিন্দায় নমঃ
গ. তামার বিষ           ঘ. একাদশে বৃহস্পতি
১৩. কোন বাক্যটির অর্থ ভিন্ন?
ক. মণিকাঞ্চন যোগ     খ. সোনায় সোহাগা
গ. আদায়-কাঁচকলায়   ঘ. আম-দুধে মেলা
১৪. ‘শকুনি মামা’র অর্থ কি?
ক. কুৎসিত মামা          খ. কুচক্রী লোক

গ. সৎ মামা                 ঘ. পাতানো মামা
১৫. ঝিকে মেরে বৌকে শেখানো-বাক্যটির অর্থ কি?
ক. বৌ ও ঝিকে একই সাথে মারা
খ. কাজের মেয়েকে শাস্তি দিয়ে স্ত্রীকে শেখানো
গ. একজনকে বকা দিয়ে অপরকে শেখানো
ঘ. স্ত্রীকে কিছু না বলে মেয়েকে মারা
১৬. অর্ধচন্দ্র-এর অর্থ কি?
ক. অমাবস্যা              খ. গলাধাক্কা দেয়া
গ. কাস্তে                    ঘ. দ্বিতীয়া
১৭. যে ব্যক্তি উভয় কুল রক্ষা করে চলে-প্রবাদ বাক্যে তাকে কি বলে?
ক. কচুবনের কালাচাঁদ
খ. যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল
গ. বরের ঘরের পিসী কনের ঘরের মাসী
ঘ. বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট
১৮. রাবণের চিতা বাগধারার অর্থ কি?
ক. অনিষ্টে ইষ্টলাভ            খ. চির অশান্তি
গ. অরাজক দেশ              ঘ. সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধা
১৯. একাদশে বৃহস্পতি-এর অর্থ কি?
ক. আশার কথা              খ. সৌভাগ্যের বিষয়
গ. মজা পাওয়া              ঘ. আনন্দের বিষয়
২০. ব্যাঙের সর্দির অর্থ কি?
ক. রোগ বিশেষ            খ. সম্ভাব্য ঘটনা

গ. অসম্ভব ঘটনা          ঘ. প্রতারণা

-উত্তরমালা-

০১ খ ০২ ঘ ০৩ খ ০৪ খ ০৫ খ ০৬ খ ০৭ ক ০৮ গ ০৯ গ  ১০ ক
১১ ক ১২ ক ১৩ গ ১৪ খ ১৫ গ ১৬ খ ১৭ গ ১৮ খ ১৯ খ ২০ গ

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!