চাকুরির পরিক্ষার জন্য কম্পিউটার বিষয়ের প্রশ্ন
**কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার হয় না? -দশমিক
** চন্দ্রাবতী হলো– -বাংলা ফন্টের নাম
** কোনটি চিত্রভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম?-এক্সেল
** ডাটাবেজ অর্থ হল–তথ্যবিন্যাস
** বিজয় কী বোর্ড ব্যবহার করার জন্য কী টাইপ করতে হয়? -Ctrl+Alt+B
** কম্পিউটার মাউস কে তৈরী করেন? -উইলিয়াম ইংলিস
** WWW এর জনক কে?– টিম বার্নস লি
** কম্পিউটারের ভাষা কি প্রকৃতির হয়? -ডিজিটাল
** কার্সর (Cursor) কি? -আলোক রেখা
** উইন্ডোজ আসলে কিসের মতো?-খোলা জানালা
** অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়?– ডিলিট বা ব্যাকস্পেস
** কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন? – ফ্রেড কোহেন
** ডেটা ফাইলসমুহ আক্রমণ করে কোন ভাইরাস? -ম্যাক্রো ভাইরাস
** মাউসকে ঝুলিয়ে ধরনের কিসের মতো দেখায়? – ইদুরের মত
** ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োয়ন? -ফাইল মেনু
** কম্পিউটার ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে– -ডাটা
ইনপুট করায় ভুল হয়েছে।
** ইনপুট ডিভাইস কোনটি? – কিবোর্ড
** আউটপুট ডিভাইস কোনটি? – মনিটর
** সিপিইউ এর অংশ নয় কোনটি? -মেমোরি
** কম্পিউটারের স্মৃতি কত প্রকার। – ২
** কম্পিউটার প্রধানত কয় প্রকার?– ৩
** ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ নয় কোনটি?-ওয়ার্ড প্রসেসর
** ৫৩D কোন ধরনের সংখ্যা? -হেক্সাডেসিমাল
** সংখ্যা পদ্ধিতি মোট কত প্রকার? -৪ প্রকার
** ফাংশন কি কোন গুলি?– F1 হতে F12
** 0-9 পর্যন্ত Key গুলোর নাম কী? – Numeric Key
** নিচের কোনটি স্পেশাল Key।– Space bar
** নিচের কোনটি Antivirus সফ্টওয়্যারের নাম লিখ? –Norton
** MS word-এ Select All এর শর্টকাট কমান্ড কি? – Ctrl+A
** LAN এর পূর্ণ নাম লিখ? – Local Area Network
** WWW এর পূর্ণ নাম লিখ?– World Wide- Web
** Save কোন মেনুতে রয়েছে?- File
** মেনুবারে কয়টি মেনু আছে। – ৯টি
** Save এর সর্টকাট কমান্ড লিখ। -Ctrl+S
** MS word-এ Symbol কোন মেনুতে আছে। – Insert
** File অর্থ কি? – নথিপত্র
** Data Processing কয় প্রকার?– ৩
** জ্জ্ব কিভাবে লিখতে হয় … – জ্ জ্ ব
** IBM PC প্রথম বাজারে আসে…- ১৯৮১ সালে
** মাইক্রোসফ্ট উইন্ডোজ 3.1 বাজারে আসে… – ১৯৯২ সালে
** Apple Computer কত সালে বাজারে আসে… – ১৯৭৬ সালে
** MS word-এ New document নেয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়– – File
** পুরাতন ডকুমেন্ট Open করার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়– File
** Save অর্থ কি?– সংরক্ষণ করা
** Pragraph কোন মেনুতে রয়েছে– Format
** MS word-এ Find এর শর্টকাট কমান্ড কি? – Ctrl+F
** MS word-এ Document কে বড় করে দেখার জন্য – Zoom
** M.S Excel –এ কতটি রো আছে?-৬৫,৫৩৬টি
** M.S Excel –এ কতটি কলাম আছে?-২৫৬টি
** M.S Excel –এ কতটি Cell আছে? –১,৬৭,৭৭,২১৬টি
** বেসিক ভাষা উদ্বোধন করেন?-জন কেমিনি ও টমাস কাটর্জ
** পিসি তৈরীতে আবশ্যক নয় কোনটি?- প্রিন্টার
** সাধারণ ডাটাবেজ হলো–একটি ফাইল বিশিষ্ট ডাটাবেজ
** লেখালেখির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি? -ওয়ার্ড প্রসের্সিং
** নোটবুক নামে পরিচিত কোনটি? -ল্যাপটপ
** পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনার যন্ত্রের নাম– – MARK-1
** অ্যানিমেশন, গ্রাফিক্স ও সাউন্ডের সমষ্টিকে কি বলা হয়?- মাল্টিমিডিয়া
** ক্যাপস লক কী জন্য ব্যবহার হয়?- বড় হাতের লেখার জন্য
** নিচের কোনটি ইংরেজী ফন্ট নয়? – চন্দ্রাবতী
** কীবোর্ডে এ্যারো কী–এর সংখ্যা কয়টি? -৪টি।
** কিবোর্ডে কয়টি Alt Key আছে? -২
** কিবোর্ডে Windos Key কয়টি? -২
** কিবোর্ডে ESC কয়টি? -১
** কিবোর্ডে Home Key কয়টি? -১
** কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয়? – মাইক্রো কম্পিউটার।
** অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে? – পুরো কম্পিউটার সিষ্টেম
** কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরী করে? – অ্যাপল।
** মেইনফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি? -মিনিফ্রেম
** এনিমেশন শব্দের অর্থ কি? জীবন্ত করা।
** ই–ফোন কি?- ইন্টারনেট ফোন।
** পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনা যন্ত্রের নাম-MARK-1
** মার্ক–১ এর দৈর্ঘ্য ছিল– ৫১ ফুট লম্বা।
** রাশিয়ার এ্যাবাকাশকে কী বলা হয়?- স্কোটিয়া
** পিডিপি–৮ কোন প্রজন্মের কম্পিউটার?-দ্বিতীয়
** লাইট পেন হলো এক ধরণের– -ইনপুট ডিভাইস।
** কোন ডিক্স সরাসরি ফরমেট করা যায় না।– ফ্লপি ডিক্স।
** RAM Cache কিসের অংশ বিশেষ? -RAM
** উইন্ডোজ এনটি/২০০০ এর বিটের সংখ্যা হলো– ৩২
** কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয়? -তৃতীয় প্রজন্ম।
** বর্তমান ব্যবহৃত পিসি কোন প্রজন্মে? –চতুর্থ প্রজন্মের।
** ইনপুট হিসেবে আসা তথ্যগুলো জমা হয় কোথায়? –ram
** মডেম হচ্ছে– -তথ্য আদান প্রদানে যন্ত্র।
** বাইনারী অংকের সংক্ষিপ্ত নাম হচ্ছে– -বিট।
** একটি ফিল্ডে কতটি বর্ণ হতে পরে?-৬৪টি।
** কোনটি কম্পিউটারের কাঁচা মাল? -তথ্য।
** প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম কি?- মোজাইক।
** সি ল্যাঙ্গুয়েজের জনক কে?- ডেনিস রিচি
** সুপার কম্পিউটার কে আবিস্কার করেন? – সেয়মোর ক্রে
** প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটারের নাম কি?- ইউনিভ্যাক-১
** মডেমের গতি পরিমাপের একক কি?-KBPS
** সফটওয়্যার কি ধরণের শক্তি। -অদৃশ্য শক্তি।
** হোমপেজ কি– –একধরণের ব্যক্তিগত বিজ্ঞাপন।
** নিচের কোনটি ডাটাবেজ প্যাকেজ নয়? -জাভা।
** ইউপিএস কত প্রকার? -২ প্রকার।
** এইচটিএমএল একটি-প্রোগ্রাম
** কে এইচটিএমলএল ভাষার রূপদান করেন?-বার্নার্স লী
** শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে কোন প্রোগ্রাম? বেসিক প্রোগ্রাম।
** কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ? -সি
** ওরাকল কোন ধরনের প্রোগ্রাম? -ডাটাবেজ
** ০ ও ১ এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে কি বলে?-বিট
** কম্পিউটার ইনপুট দেয়ার জন্য ব্যবহৃত যন্ত্রকে কি বলে?- ইনপুট ডিভাইস