ট্রেনের ভিতরের কোনো যাত্রী যদি রেললাইনের পাশে দাঁড়ানো কোনো ব্যক্তিকে দেখেন তবে তিনি কী দেখবেন?
সরল দোলকের গতি কোন ধরনের গতি?
দুটি ভেক্টরের মান ৪ cm এবং ৩ cm হলে এদের যোগফল কত?
ভেক্টর রাশির যোগ কোন নিয়মে করতে হয়?
সমবেগে চলন্ত বস্তুর ত্বরণের মান কত?
দ্রুতি পরিমাপ করার যন্ত্র কোনটি?
রাসেল তার বাসা হতে প্রথমে সোজা 50 m দক্ষিণে, তারপর 40 m পশ্চিমে ও শেষে 20 m উত্তরে গেল। রাসেলের মোট সরণ কত?
বায়ুশূন্য স্থান থেকে 10 kg ও 20 kg শম ভরের বস্তুকে এক সাথে একই উচ্চতা থেকে ফেলে দিলে কোনটি আগে পৌঁছাবে?
সুতা কেটে দিলে সুতায় ঝুলন্ত বস্তু নিচে পড়তে থাকার জন্য কোন বল দায়ী?
200 N বল দ্বারা কতটুকু ভরের ত্বরণ 8 ms-2 সৃষ্টি করা যাবে?
নিউটনের তৃতীয় সূত্রানুসারে নিচের কোনটি সঠিক?
একটি পিস্তল থেকে ৫ m/s বেগে 5g ভরের একটি গুলি ছোড়া হলো। পিস্তলের ভর 500g হলে এর পশ্চাৎ বেগ কত?
একটি 10 g ভরের গুলি 6 kg ভরের একটি বন্দুকের নল থেকে 300 m/s বেগে বেরিয়ে গেলো। বন্দুকের পশ্চাৎ বেগ কত?
একটি দ্রুতগামী গাড়িকে হার্ডব্রেক কষলে এটি না থেমে খানিকটা পথ অতিক্রম করে। এ সময় কী ধরনের ঘর্ষণ সৃষ্টি হয়?
সংরক্ষণশীল বলের উদাহরণ?
i. মহাকর্ষ বল
ii. স্প্রিং বল
iii. ঘর্ষণ বল
নিচের কোনটি সঠিক?
ইঞ্জিনে কোন বলের বিরুদ্ধে কাজ করার ফলে তাপশক্তির অপচয় হয়?
এক ওয়াট-ঘণ্টার সমান কত জুল?
শক্তির উৎস হলো
i. সূর্য
ii. গোবর ও পচা আবর্জনা দ্রব্য
iii. পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত গলিত উত্তপ্ত পদার্থ
নিচের কোনটি সঠিক?
জলবিদ্যুৎ কেন্দ্রের টারবাইন ঘুরানোর ফলে কী কী শক্তির সমন্বয় ঘটে?
প্রাকৃতিক গ্যাস সৃষ্টির অন্যতম কারণ কোনটি?
একটি বস্তুকে টানটান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে?