সমতল দর্পণে রৈখিক বিবর্ধন কত?
একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5 হলে বিম্বের দৈর্ঘ্য কত হবে?
রূপচর্চা ও দাড়ি কাটার কাজে ব্যবহৃত হয় কোন দর্পণ?
মোটর গাড়ির হেডলাইটে কিরূপ দর্পণ ব্যবহৃত হয়?
সরল পেরিস্কোপে দর্পণ থেকে কত ডিগ্রি কোণে আলোর বিসরণ হয়?
উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ ১৪ সেমি হলে ফোকাস দূরত্ব কত?
একটি সমতল দর্পণে 10 cm উচ্চতাবিশিষ্ট লক্ষ্যবস্তুর পূর্ণ বিম্ব দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে কত হওয়া প্রয়োজন?
সমতল দর্পণে সৃষ্ট বিম্ব কিরূপ হয়?
অবতল দর্পণ আলোকরশ্মিকে কী করে?
গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কী বলে?
গোলীয় দর্পণে মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কী বলে?
গোলীয় দর্পণের মেরু বিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে কী বলে?
ফোকাস তল প্রধান অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে প্রতিফলনকে কয়ভাগে ভাগ করা যায়?
আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত ডিগ্রি হবে?
সরল পেরিস্কোপে সমতল দর্পণ নলের অক্ষের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে?
আমরা বস্তু দেখতে পাই যখন
- বস্তু দীপ্তিমান হয়
- বস্তু আলোক প্রতিফলন করে
- আমাদের চোখ থেকে আলোক বস্তুর উপর পড়ে
নিচের কোনটি সঠিক?
অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মির প্রতিফলন কোন বিন্দু দিয়ে ঘটে?
সেলুনে বা পার্লারে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
কোনটি দীপ্তিমান বস্তুর উদাহরণ?
পাহাড়ি রাস্তার বাঁকে নিচের কোনটি ব্যবহৃত হয়?
বিম্ব লক্ষ্যবস্তুর সমান হলে m = কত?
সোজাসুজি দেখতে বাধা থাকলে দূরের কোনো জিনিস দেখার জন্য কী ব্যবহার করা হয়?
সরল পেরিস্কোপে আলোর কী ধরনের প্রতিফলন ঘটে?