প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ মডেল টেস্ট -1
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠানের জন্য ডিসেম্বরকে কেন্দ্র করে কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে গুঞ্জন শোনা যাইতেছে। তবে আমার মনে হয় না ডিসেম্বরে নিতে পারবে অর্থাৎ আর একটু পিছাতে পারে। তবে শুভাকাঙ্ক্ষীদের জন্য পরামর্শ থাকবে আপনারা ডিসেম্বরকে টার্গেট করেই প্রিপারেশন নিতে থাকুন। এতে করে আপনার সামনে এক মাস সময় আছে এই বিবেচনায় একটি অংক করি।
প্রতিদিন যদি ১০০ টি MCQ প্রশ্ন পড়া হয় তবে এক মাসে ৩০০০ টি প্রশ্ন পড়া শেষ করা যাবে।
এবার একটু চিন্তা করুন আপনি/আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে প্রতিদিন অন্তত Facebook চালাতে চালাতে পড়তে পারেন ৫০টির মত প্রশ্ন যা মাস শেষে ১৫০০ টি প্রশ্নের একটি সংখ্যায় পৌঁছে যাবে।
আমার এই পেজ অন্তত পাঁচটি ফ্রি মডেল টেস্ট নিবো।
এতে করে আপনার আরো ৮০×৫=৪০০ টি প্রশ্ন পড়া হয়।এটি বড় বিষয় নয় বরং জানার পাশাপাশি সময় এর মধ্যে উত্তর করার অভ্যাস তৈরি হবে আপনার অজান্তেই।
তাই আমাদের সঙ্গে থাকুন চাকুরী প্রস্তুতি নিতে ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো।
এবার বলবো ৮০ তে সর্বনিম্ন কত পেলে ভাইভা দেওয়ার আশা করা যায়।
মহিলাদের ক্ষেত্রে ৫৫+ তবে ৬০+ ধরতে হবে প্রশ্ন কঠিন হলে, সহজ হলে ৬৫+
পুরুষদের ক্ষেত্রে একটু বেশি পেতে হবে কঠিন হলে ৬৫+ তবে সহজ হলে ৭০+ পেতে হবে।
তবে এবারের সমীকরণ একটু আলাদা হবার কথা, বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা প্রার্থীদের একটি কোটা চালু করা কথা ছিল ।
Thanks for your kind information. Go ahead!