জনসংখ্যা, স্বাস্থ্য ও উন্নয়ন কর্মসূচি বিষয়ক প্রশ্ন
১. বাংলাদেশের কোন্ অঞ্চলে ‘গলগণ্ড রোগ’ বেশি হয়?
ক দক্ষিণাঞ্চলে খ পশ্চিমাঞ্চলে
গ পূর্বাঞ্চলে ঘ উত্তরাঞ্চলে
২. বাংলাদেশের প্রথম নারী চিকিৎসক –
ক জোহরা বেগম কাজী খ স্নিগ্ধা সরকার
গ রাফেজা আক্তার মিলি ঘ তানিয়া তাবাসুম
৩. গারোদের ভাষার নাম কী?
ক লামদানি খ মান্দি
গ সংসারেক ঘ বৈশাবি
৪. বাংলাদেশকে কবে জলবসন্ত ঘোষণা করা হয়েছে?
ক নভেম্বর, ১৯৮৭ খ ডিসেম্বর, ১৯৭৭
গ অক্টোবর, ১৯৭৫ ঘ জুন, ১৯৭৭
৫. বাংলাদেশে রক্তহীনতা ও অপুষ্টির প্রধান কারণ হলো –
ক কৃমি খ ব্যায়াম না করা
গ অত্যধিক পরিশ্রম ঘ প্রাণিজ আমিষের অভাব
৬. NIPORT কী?
ক জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
খ পোলট্রি ফার্ম বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
গ নদী বন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
ঘ বন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
৭. মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?
ক ২০১০ সাল খ ২০১৫ সাল
গ ২০২০ সাল ঘ ২০২৫ সাল
৮. বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন?
ক পারভীন ফাতেমা খ ফিরোজা বেগম
গ রওশন জাহান ঘ কানিজ ফাতেমা
৯. ‘মগ’ উপজাতিরা বাংলাদেশের কোথায় বাস করে?
ক বান্দরবান খ খাগড়াছড়ি
গ রাঙ্গামাটি ঘ সবগুলো
১০. বাংলাদেশের জনসংখ্যার ঘনত¦ কত?
ক ১০২৫ জন/বর্গ কি.মি. খ ৯৬৮ জন/বর্গ কি.মি.
গ ১৫২০ জন/বর্গ কি.মি. ঘ ৯৬১ জন/বর্গ কি.মি.
১১. বাংলাদেশে মোট জনসংখ্যার শতকরা কত ভাগ মুসলমান?
ক ৯০.৪% খ ৮৭.৩%
গ ৮০.২% ঘ ৮৯.৩%
১২. কুষ্ঠ রোগের চিকিৎসাকেন্দ্র কোথায় অবস্থিত?
ক ঢাকা খ নীলফামারী
গ ঝালকাঠি ঘ খুলনা
১৩. বাংলাদেশে মানসিক ব্যাধি হাসপাতাল কোথায়?
কহেমায়েতপুর খ ফুলবাড়ী
গ গড়ফতু ঘ শিয়ালকাঠি
১৪. জনসংখ্যায় সার্কভুক্ত দেশে বাংলাদেশ কততম?
ক তৃতীয় খ চতুর্থ
গ পঞ্চম ঘ অষ্টম
১৫. বাংলাদেশে সরকারি হাসপাতালের সংখ্যা কত?
ক ৭১৩টি খ ৬২২টি
গ ৫০০টি ঘ ৬০২টি
১৬. বাংলাদেশে আবাসিক ওল্ড হোম আছে –
ক ২টি খ ৩টি
গ ৫টি ঘ ৮টি
১৭. বাংলাদেশ সরকার কবে স¤প্রসারিত টিকাদান কর্মসূচি গ্রহণ করে?
ক ১৯৭৯ সালে খ ১৯৮২ সালে
গ ১৯৯০ সালে ঘ ১৯৭২ সালে
১৮. পঞ্চম আদমশুমারি রিপোর্ট ২০১৮ অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক ১.৩৭% খ ১.৯%
গ ২.১% ঘ ২.৩%
১৯. বাংলাদেশে কখন পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়?
ক ১৯৭৫ সালে খ ১৯৭২ সালে
গ ১৯৭৬ সালে ঘ ১৯৮০ সালে
২০. বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে জনগণের পুষ্টি অধিকার স্বীকৃত হয়েছে?
ক ১২নং অনুচ্ছেদে খ ১৮নং অনুচ্ছেদে
গ ১৩নং অনুচ্ছেদে ঘ ১৪নং অনুচ্ছেদে
২১. বাংলাদেশে পরমাণু চিকিৎসাকেন্দ্র কয়টি?
ক ১০টি খ ১৩টি
গ ২২টি ঘ ২০টি
২২. জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কোন বিভাগে?
ক ঢাকা খ সিলেট
গ রাজশাহী ঘ রংপুর
২৩. বর্তমান হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণ হবে –
ক ১৫ বছরে খ ৩০ বছরে
গ ৪০ বছরে ঘ ৫০ বছরে
২৪. জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ এশিয়ার –
ক পঞ্চম বৃহত্তম দেশ খ ষষ্ঠ বৃহত্তম দেশ
গ অষ্টম বৃহত্তম দেশ ঘ নবম বৃহত্তম দেশ
২৫. বাংলাদেশে প্রতিবন্ধী জনসংখ্যার হার কত?
ক ১.৫% খ ১.৪%
গ ১.৮% ঘ ২.০%
২৬. বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম –
ক জীবন তরঙ্গ খ জীবন সাগর
গ জীবন তরী ঘ জীবন ভেলা
২৭. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশের কোন নগরীকে ‘হেলদি সিটি’ ঘোষণা করেছে?
ক ঢাকা খ রাজশাহী
গ চট্টগ্রাম ঘ খুলনা
২৮. বিশ্ব মাতৃদুগ্ধ দিবস কবে পালিত হয়?
ক প্রতিবছর ১ জানুয়ারি খ প্রতিবছর ১ ফেব্র“য়ারি
গ প্রতিবছর ১ জুলাই ঘ প্রতিবছর ১ আগস্ট
২৯. বাংলাদেশের খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে
খ মহাখালী কলেরা হাসপাতালে
গ ঢাকার আজিমপুরে
ঘ ঢাকার সেগুনবাগিচায়
৩০. দেশের একমাত্র সরকারি ঔষধ তৈরি প্রতিষ্ঠানের নাম –
ক বেক্সিমকো ফার্মা লিঃ খ একমি লিঃ
গ এসেন্সিয়াল ড্রাগস লিঃ ঘ এসিআই ফার্মা লিঃ
৩১. একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক কত মাইক্রোগ্রাম আয়োডিন প্রয়োজন?
ক ১৫০ μg খ ১৩০ μg (Ug)
গ ১২০ μg ঘ ১০০ μg
৩২. জনসংখ্যায় বাংলাদেশের বড় বিভাগ কোনটি?
ক রাজশাহী বিভাগ খ ঢাকা বিভাগ
গ সিলেট বিভাগ ঘ বরিশাল বিভাগ
৩৩. জনসংখ্যায় বাংলাদেশের ছোট বিভাগ কোনটি?
ক ঢাকা বিভাগ খ রাজশাহী বিভাগ
গ বরিশাল বিভাগ ঘ খুলনা বিভাগ
৩৪. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের ছোট জেলা কোনটি?
ক বান্দরবান খ ঢাকা
গ রাঙ্গামাটি ঘ সাতক্ষীরা
৩৫. জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
ক সিলেট খ ঢাকা
গ বান্দরবান ঘ রাঙ্গামাটি
৩৬. রাখাইনদের বর্ষবরণ উৎসবকে বলা হয় ?
ক বিঝু খ বৈসাবী
গ সাংগ্রেন ঘ মুৎসালাং